অন্যান্য সমাজের লোকজনের মতো গারোদের স্বপ্নদর্শন এর বিষয়বস্তু এবং স্বপ্নের ফলাফল সম্পর্কে অনুমান রয়েছে।
মানুষ সকলেই স্বপ্ন দেখে, হয়তো অন্যান জীবজন্তুরাও। মানুষ মূলত তাদের জীবনযাত্রার সাথে সম্পর্কিত অতীত, বর্তমান বা সম্ভাবনাময় ঘটনা বা চিত্রকেই স্বপ্নে দেখে থাকে।
গারোদের স্বপ্নদর্শন বিশ্বাস অনুসারে সম্ভাব্য অর্থগুলো নিম্নে দেওয়া হলো
- স্বপ্নে ফুলের বাগান দেখলে প্রেম হবে, বিয়ে হবে, বা কোন খুশির বার্তা আসবে।
- বাড়িতে কোন মেয়ে আসলে লক্ষ্মী আসবে, সুখশান্তি আসবে।
- আংটি, মালা পরলে বন্ধুর সাথে দেখা হবে।
- বালা, চুড়ি হাতে পরে থাকতে দেখলে অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়ার সম্ভাবনা।
- বাড়িতে পুলিশ বা সেনাবাহিনী আসতে দেখলে অস্থিরতা, বিষণ্ণতায় পড়ার সম্ভাবনা।
- সবুজ ক্ষেত দেখলে শান্তি হবে।
- জমিতে পায়খানা দেখলে ধানের ফলন ভালো হবে।
- বাঘ দেখলে প্রচন্ড রোদ বা খরা হবে।
- মাটি গর্ত করতে দেখলে জরিমানার কারণ ঘটবে।
- বন্যশূকর দেখলে অসুস্থ হওয়ার সম্ভাবনা।
- বন্যহাতী দেখলে মাথাব্যথা হতে পারে।
- বিড়াল, সাপ ইত্যাদি দেখলে শক্র বাড়বে।
- ঘোড়া দেখলে বাঘের সামনে পড়তে হবে।
- মদের আসর বসতে দেখলে মুষলধারে বৃষ্টিপাত হবে।
- বৃষ্টিতে নিজে ভিজলে ঠাণ্ডা রোগে পড়তে হবে।
- স্নান করা দেখলে অসুস্থ হওয়ার সম্ভাবনা।
- নদীতে বেশি পানি হতে দেখলে দুঃসংবাদ পাওয়ার সম্ভাবনা।
- নিজেকে আকাশে উড়তে দেখলে উচ্চতা বৃদ্ধি পাবে।
- অন্যকে উড়ে আসতে দেখলে বিরূপ হাবহাওয়া হওয়ার লক্ষণ।
- আকাশে কালো মেঘ দেখলে মহামারী হওয়ার সম্ভাবনা।
- বৃষ্টি হতে দেখলে অতিথি আসার সম্ভাবনা এবং চু পানের সম্ভাবনা।
- মাটির ঢিবি দেখলে পেটফাঁপা রোগ হবে।
- মাংস দিয়ে দিয়ে ভাত খেলে পেটের অসুখ হওয়ার সম্ভাবনা।
- অপরের পায়খানা দেখলে ধনসম্পদ বৃদ্ধি পাবে।
- নিজেকে পায়খানা করতে দেখলে অর্থসম্পদ ক্ষতির সম্ভাবনা।
- নিজের কাছে কয়েনের পয়সা দেখলে ঘা, খোজপাচড়া হবে।
- ঘা দেখলে অর্থপ্রাপ্তি হবে।
- রক্ত দেখলে, খুনোখুনি দেখলে বিষণ্ণতায় পড়ার সম্ভাবনা।
- হুচোট খেয়ে ব্যথা পেলে ভুল বা ব্যর্থ হওয়ার সম্ভাবনা।
- উপরথেকে মাটিতে পড়তে দেখলে বিপদে পড়ার বা শারীরিক সমস্যা হওয়ার লক্ষণ।
- স্বর্ণের অলংকার দেখলে শান্তি হবে।
- সাঁকো দিয়ে নদী পার হয়ে যেতে দেখলে উদ্দেশ্য সফল হবে।
- নৌকা দিয়ে নিজেকে নদী পার হতে দেখলে উদ্দেশ্য সফল হবে।
- নৌকা দিয়ে অন্যকে নদী পার হতে দেখলে লোক মারা যাবে।
- নদী পার হওয়ার সময় সাঁকো ভেঙ্গে পড়লে, নৌকা ডুবে গেলে উদ্দেশ্য বিফল বা বিপদ হবে।
- নিজেকে খুশি বা হাসতে দেখলে দুঃখ পাবার সম্ভাবনা।
- নিজেকে কাঁদতে দেখলে বিমর্ষতা এবং দুশ্চিন্তার কারণ।
- অন্যকে হাসতে বা কাঁদতে দেখলে সে অসুস্থ্য হবে।
- চেয়ারে বা কোন উচ্চাসনে নিজেকে বসতে দেখলে সম্মান পাওয়ার সম্ভাবনা।
- বসার আসন না পেলে অভাবে বা কোন চাপে পড়ার সম্ভাবনা।
- ঘরে দরজা খোলা অবস্থায় দেখলে এবং হাড়ি ভাঙতে দেখলে গোপন তথ্য ফাঁস হওয়ার লক্ষণ।
- শূন্য হাড়ি দেখলে অভাবে পড়ার সম্ভাবনা।
- নিজেকে মৃত দেখলে তার আয়ু বাড়ে।
- চিকমাং বা অন্য কোন উচু পাহাড় ডিঙ্গিয়ে কোথাও নিজেকে যেতে দেখলে মনে করা হয় নিজে জ্ঞান হারিয়েছিলো বা কিছুক্ষণের জন্য মারা গিয়েছিলো।
- বাজপাখি কিংবা চিল কর্তৃক মুরগীর ছানা ছোঁ মেরে নিয়ে যেতে দেখলে গামের কাউকে বাঘে ধরবে।
- স্বপ্নে বই পড়তে দেখলে জ্ঞান বৃদ্ধির লক্ষণ।
- স্বপ্নে প্রচুর পরিশ্রম করতে দেখা অসুস্থতা বা দৈহিক ক্লান্তির লক্ষণ।
- নিজে যৌনমিলন করতে দেখলে অতৃপ্তি বা দুশ্চিন্তা, বিরহের কারণ।
- অন্য কাউকে যৌনমিলন করতে দেখলে লোকের কাছে লজ্জিত, নিন্দিত হওয়ার সম্ভাবনা।
- নতুন কাপড় পড়তে দেখলে কেউ মারা যাবে।
- গাছ কাটতে বা উপড়িয়ে পড়তে দেখলে মানুষের মৃত্যু হবে।
- ডান দিকের দাঁত ভাঙ্গলে বা উঠলে নিকটাত্মীয় কেউ মারা যাবে।
- বামদিকের দাঁত ভাঙ্গলে বা উঠলে গ্রামের কেউ মারা যাবার সম্ভাবনা।
- নতুন ঘর তুলতে দেখলে নিজে অথবা অন্য কেউ মারা যাবে।
- পাটগাছ পানিতে চুবানো অবস্থায় দেখলে গ্রামে মহামারী হবে এবং অনেক মানুষ মারা যাবে।