ফা টগান নেংমিনজা সাংমা; গারোদের ইতিহাসের এক মহান নাম; ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান নেতা এবং একজন বীর সৈনিক। পূর্ব গারো পাহাড় (ভারত), মেঘালয়ের উইলিয়ামনগরের নিকটবর্তী সমন্দ গ্রামে জন্মগ্রহণকারি ফা টগান সাংমা তাঁর বিশালাকার দৈহিক গঠনের জন্য বাইবেলে উল্লেখিত পলেষ্টীয় যোদ্ধা গলিয়াতের সাথে তুলনা করা হয়।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান নেতা ফা টগান নেংমিনজা সাংমা(১৮৭২ খ্রিস্টাব্দ)
ব্রিটিশ বাহিনী গারো পাহাড় অঞ্চল দখল করতে এলে ফা টগান নেংমিনজা কোনভাবেই মেনে নিতে পারেননি, তাই তিনি ১৮৭২ খ্রিস্টাব্দে মাতৃভূমি গারো পাহাড়ে চিসো বিব্রার কাছাকাছি মাতছা রংক্রেক নামক গ্রামে ক্যাম্প স্থাপন করে ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন এবং তিনি অতি দ্রুত পাহাড় ও সমতলভূমি থেকে গারো যোদ্ধাদের সংগ্রহ করেছিলেন।
গারো যোদ্ধাদের হাতে আধুনিক কোন যুদ্ধাস্ত্র ছিলো না। তাই ব্রিটিশ সৈন্যদের গতিরোধ করতে এবং বন্দি করার উদ্দেশে বিভিন্ন ধরণের মারাত্মক ফাঁদ তৈরি করেন; এবং তাদের বর্শা, তলোয়ার ও ঢাল দিয়ে বহু ব্রিটিশ সৈন্যকে বধ করতে সক্ষম হয়েছিলেন।
১৮৭২ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর সিমসাং নদীর কাছে রংরেংগ্রি পোর্টে ব্রিটিশ সৈন্যদের মধ্যে যুদ্ধ চলাকালীন সময়ে ঘুমন্ত গারো যোদ্ধাদের উপর ব্রিটিশ সৈন্যরা নির্বিচারে গুলিবর্ষন করতে থাকে। সে সময় অসংখ্য গারো যোদ্ধাসহ ফা টগান নেংমিনিজা নিজেও বুলেটবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
ফা টগান নেংমিনজা নিজের মাতৃভূমি ও গারো জাতির আত্মোৎসর্গ করেছেন, তাই প্রতি বছর ১২ ডিসেম্বরে মেঘালয় সরকার এবং গারো পাহাড়ের মানুষ এই সাহসী যোদ্ধার আত্মত্যাগ স্মরণ করে টগান নেংমিনজা দিবস উদযাপন করে থাকে। মেঘালয়ের শিলং গ্রন্থাগার এবং উইলিয়ানগরের রংরেংগ্রিতে ফা টগান নেংমিনজার ভাস্কর্য স্থাপিত হয়েছে।