রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
প্রচ্ছদগারো ব্লগসগারোদের লোক বিশ্বাস

গারোদের লোক বিশ্বাস

প্রাচীন গারো সমাজে বহু আচার বা বিধি-নিষেধ বা গারোদের লোক বিশ্বাস এর সন্ধান পাওয়া যায়। এই বৈজ্ঞানিক যুগেও মুরব্বীদের মুখে এমন বিধি-নিষেধের কথা বলতে শোনা যায়।

এসব প্রচলিত বিধি নিষেধের বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা নেই বলে আধুনিক যুগের ছেলে-মেয়েরা অনেকেই কুসংস্কার মনে করলেও প্রাচীন গারোরা এখনও এসব মেনে চলেন এবং ব্যক্তি, পরিবার ও সমাজের অমঙ্গল আশঙ্কায় প্রজন্মদেরকেও মেনে চলার জন্য পরামর্শ দিয়ে থাকেন।

নিম্নে আচার বা বিধি-নিষেধ বা গারোদের লোক বিশ্বাস এর নমুনা সংক্ষেপে দেওয়া হলো- 

  • ডান চোখের পাতা কাঁপলে কেউ মারা যাবে।
  • বাম চোখের পাতা কাঁপলে কেউ মারা যাবে।
  • গভীর রাতে ডাহুক ডাকলে অমঙ্গল বা কারোর মৃত্যুর সম্ভাবনা।
  • রাতে বা অসময়ে কুকুর কুঁইকুঁই করে বা অস্বাভাবিকভাবে ডাকলে অমঙ্গলের আশঙ্কা থাকে।
  • ভোরে কাক ডাকলেও অমঙ্গলের আশঙ্কা থাকে।
  • যাত্রার প্রাক্কালে হাঁচি দিতে নেই, বিপদ বা অমঙ্গলের লক্ষণ।
  • যাত্রার সময় কালি কলসী দেখতে বা দেখাতে নেই, অমঙ্গলের লক্ষণ।
  • যাত্রার সময় বন্য কোন পশু যেমন- শেয়াল, বেজি, বনবেড়াল, সাপ ইত্যাদি বাদিকথেকে ডানদিকে পেরোলে যাত্রা শুভ; আর যদি ডানদিকথেকে বাঁদিকে যায় তবে অশুভ লক্ষণ।
  • দুটি মোরগ বা মুরগী ঝগড়া করলে ঘরে অতিথি আসবে।
  • বিড়াল নিজের গা চাটলে বা পরিস্কার করলে ঘরে অতিথি আসার সম্ভাবনা।
  • হাতথেকে বাসন কোসন, হাঁড়িপাতিল ফসকে পড়ে গেলে বাড়তি খাওয়ার মতো লোক বা অতিথি আসবে।
  • ডানহাত চুলকালে অর্থপ্রাপ্তির সম্ভাবনা।
  • বামহাত চুলকালে অর্থ ক্ষতির সম্ভাবনা।
  • বারবার নিজের জিহ্বায় কামড় লাগলে অসুস্থ হওয়ার সম্ভাবনা।
  • বিষম খেলে বা কেউ স্মরণ করছে বুঝায়।
  • হঠাত কানে শমশম শব্দ হলে কেউ কোন সংবাদ দিবে বা কেউ গালি দিচ্ছে মনে করা হয়।   
  • কোন ব্যক্তির বা পরিবারের অমঙ্গল কামনা বা অভিশাপ দিতে নেই, তাতে নিজেরই অমঙ্গল হয়।
  • সালিশ বৈঠকে পা সামনের দিকে মেলে বা ছড়িয়ে বসতে নেই, সালিশ মিটানো যায় না বা সসমাধান হয় না।
  • রাতের বেলা ফল এবং পাতা ছিঁড়তে নেই, গাছেরা কাঁদে, অভিমান করতে পারে।
  • গাছের গোড়ায় মলমুত্র ত্যাগ করতে নেই, মনের কষ্টে গাছ মরে যায়।
  • সন্ধায় এবং রাতে গাছের নীচে মলমুত্র ত্যাগ করতে নেই গাছেরা অভিশাপ দেয়।
  • পাকা ধানের ক্ষেতে মলমুত্র ত্যাগ করতে নেই, লক্ষ্মী পালায়।
  • গৃহপালিত পশুপাখিদের উপরে মলমুত্র ত্যাগ করতে নেই, অভিশাপ দেয়।
  • ধান বা অন্যান্য শস্যের আইলে দাঁড়িয়ে বা কাছাকাছি শিস দিতে নেই পোকায় আক্রমণ করবে।
  • গোবরে থুথু ফেলতে নেই, গলা ব্যাথা হবে।
  • ধানের উপর বসতে নেই, প্রয়োজন ব্যতীত পায়ে মাড়াতে এবং দাঁড়াতে নেই, দানালক্ষ্মী কষ্ট পায়।
  • কালিসন্ধ্যায় এবং রাতের বেলা শিস দিতে নেই, মন্দ আত্মা বা শয়তান, ভুতপেত্নিরা চল আসতে পারে।
  • রাতে মোরগ ডাকলে অমঙ্গলের লক্ষণ।
  • রাতে কীটপতঙ্গ মারতে নেই, ঘুমন্ত মানুষের আত্মা কীটপতঙ্গের রূপ ধরে ঘোরাফেরা করে।
  • রাতে ভ্রোমর, মৌমাছি, বোলতা, প্রজাপতি ইত্যাদি ঘুমন্ত মানুষের আশেপাশে উড়াউড়ি করলে বা কারোর গায়ে বসলে সেটিকে ধরে আটকে সকাল পর্যন্ত রাখতে হয়। সেগুলো দিয়ে কবিরাজরা বান মারে বা যাদুটোনা করে।
  • কালিসন্ধায় ধান ভানতে নেই, চাউলও চাল ঝাড়তে নেই। পরিবারের অমঙ্গল হয়।
  • ভাত-তরকারি রান্নার সময় ভাতের চামচ বাঁ কাঠি দিয়ে হারিতে টোকা দিতে নেই, লক্ষ্মী পালায়।
  • চাল শেষ হয়ে গেলেও চাল রাখার দিকথম বা পাত্রে কিছু অবশিষ্ট রাখতে হয়, দানালক্ষ্মী কাঁদে, অভাব ঘোচে না।
  • আখাম ( পোড়া ভাত) কোন ছেলে বা পুরুষকে দিতে নেই, পুরুষ বেজার হবে, লোকে নিন্দা করবে।
  • পান সুপারি খেতে খেতে এবং ধূমপান করতে করতে রান্না করতে নেই।
  • পান খেয়ে পানগাছথেকে পান ছিঁড়তে নেই, গাছ মরে যায়।
  • রাতের বেলা পান ছিঁড়তে নেই  গাছ মরে যায়।
  • ঋতু চলাকালীন পান গাছে যেতে নেই,  গাছ মরে যায়।
  • রাতের বেলা হাঁড়ির তলানির পোড়াভাত সশব্দে বাড়তে নেই, লক্ষ্মী পালায়।
  • সন্ধ্যায় ভাজা পোড়া কোন কিছু খেয়ে বাইরে বেরুতে নেই, শয়তান পিছু ধরবে। 
  • রাতে সরবরাহকৃত খাবার আগুনে হালকা ছেকা দিয়ে খেতে হয়।
  • নখ, কাপড়ের টুকরা এবং মহিলাদের চুল যেখানে সেখানে ফেলতে নেই, এগুলো দিয়ে বান মারা যায়।
  • ভাত, ধান এবং টাকা-পয়সা যেখানে সেখানে ফেলে রাখতে নেই নেই, অলক্ষ্মীর লক্ষণ।
  • সন্ধ্যায় এবং রাতে উঠান ঝাড়ু দিতে নেই, গৃহলক্ষ্মীর ঘরে আগমন এবং বিশ্রামের সময়।
  • রাতে রান্নাঘর বা খাবার ঘর ঝাড়ু দিয়ে উচ্ছ্বিষ্ট খাবার বা ময়লা ঘরের বাইরে ফেলতে নেই।
  • পিতা, দাদা, নানা শ্রেণীর মুরুব্বীদের বসার নির্ধারিত আসন পিঁড়ি বা চেয়ারে বসতে নেই।
  • খাবার সামনে রেখে কান্না করতে এবং অকারণে উচ্চস্বরে হাসতে নেই।
  • উত্তরদিকে মাথা রেখে ঘুমাতে নেই, মৃতকে উত্তরদিকে মাথা রেখে শোয়াতে হয়।
  • ঘুমানোর সময় বালিশে পা রাখতে নেই, ঘাড় ব্যথা করবে।
  • ছাতার উপরে বসতে নেই, অমঙ্গল হবে।
  • কাপড়ের সুতা না পুড়ে ব্যবহার করতে নেই, নাহলে ঐ কাপড়ের সুতো নিয়ে কেউ বান মারতে পারে।
  • মহিলাদের গাছে উঠতে নেই, গাছ অশুচি হয় এবং মরে যায়।
  • ঋতু/মাসিক চলাকালীন কোন মহিলা ফলজ বৃক্ষের কাছে যাবে না, গাছ অশুচি হয়।
  • শনিবারে বিবাহ করতে নেই, সংসারে শনি আসতে পারে।
  • বিবাহের দিনে হাঁড়িপাতিল বা কোনকিছু ভাঙ্গলে অমঙ্গলের চিহ্ন।
  • বিবাহভোজে আনা কোন জীবজন্তু (শূকর, গরু, ছাগল, হাঁসমুরগি জাতীয়) হঠাত মারা গেলে অমঙ্গলের চিহ্ন। 
  • একই পরিবারে বিবাহ এবং শ্রাদ্ধ দেওয়ার থাকলে, আগে শ্রাদ্ধের (মি.মাং-গ্রো) কাজটা করে ফেলতে হয়।
  • বিবাহের দিনে বরকনের কাউকে বিমর্ষভাব দেখা গেলে সংসারে অমঙ্গল হয়। 
  • গর্ভাবস্থায় শরীর ঢেকে রাখতে হয় এবং পোষাক, বিছানাপত্র ইত্যাদি নোংড়া রাখতে নেই, শয়তানের ঢুকে পড়তে পারে এবং বসবাস করতে পারে।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

সর্বশেষ মন্তব্য