রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
প্রচ্ছদগারো ব্লগসক্যাপ্টেন উইলিয়ামসন এ. সাংমা, ভারত

ক্যাপ্টেন উইলিয়ামসন এ. সাংমা, ভারত

ক্যাপ্টেন উইলিয়ামসন এ. সাংমা গারোদের মধ্যে সর্ব প্রথম ক্যাপ্টেন, গারো হিলস জেলা কাউনসিলের চিফ একসিকিউটিভ মেম্বার, মেঘালয়ের প্রথম চিফ মিনিস্টার এবং গভর্নর ছিলেন।

ভারতীয় গারো এবং খাসি জাতির জন্য নিবেদিত প্রাণ ফা উইলিয়ামসন এ সাংমা ১৮ অক্টোবর, ১৯১৯ খ্রিস্টাব্দে সিমসাং নদীর অববাহিকায় বাঘমারা পুরান বাজার এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম- গংসিন এস মারাক এবং মাতার নাম- নমাল্লিনী (আমপাং) সাংমা। ক্যাপ্টেন সাংমা ৯ ভাইবোনের মধ্যে ৮ম; এবং ৯ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক।

ক্যাপ্টেন উইলিয়ামসন এ. সাংমা কর্ম জীবন

ক্যাপ্টেন সাংমা যৌবনের শুরুতেই গারো জাতির জন্য এবং গারো হিলসের সকল মানুষের কল্যাণ, উন্নয়নের জন্য সচেষ্ট হন। ব্রিটিশ সরকারের দ্বারা নিষ্পেষিত নির্যাতিত গারো পাহাড়কে পুনরুজিবিত করতে, সুসংগঠিত ও প্তিষ্ঠিত সাহসী সৈনিক ফা সোনারাম আর সাংমার মৃত্যুর পর নিজজাতি এবং মাতৃভূমিকে এগিয়ে নেওয়ার মতো তেমন কেউ ছিলো না।

ঠিক এ সময়ে নিষ্ঠা, সততা, যোগ্য নেতৃত্বের প্মাণ দেন এই উইলিয়ামসন এ সাংমা। তিনি ১৫ বছর ব্যাপী মেঘালয়ের প্রথম চিফ মিনিস্টার এবং গভর্নর থাকাকালীন সময়ে আসামে অবস্থানরত গারো, খাসি, জৈন্তিয়া জাতির শিক্ষা, স্বাসথ্য, সংস্কৃতির উন্নয়নের জন্য সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করেন।

ক্যাপ্টেন সাংমা ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হয়ে New York এর Sloane Kettering Cancer Institute হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবনতি হলে All India Institute of Medical Science-এ ভর্তী হন। অবশেষে ১৯৯০ খ্রিস্টাব্দের ২৫ অক্টোবর ভোর ৪ ঘটিকায় মৃত্যুবরণ করেন।

Reference: https://en.wikipedia.org/wiki/Williamson_A._Sangma
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

সর্বশেষ মন্তব্য