ভারতীয় গারো তরুন রাজনীতিবিদ জনাব কনরাড সাংমা জন্ম জানুয়ারী ২৮, ১৯৭৮ খ্রিস্টাব্দে। তিনি মেঘালয় রাজ্যের ৮ম বিরোধীদলীয় নেতা এবং সেলসেল্লা (এসটি) এনপিপির প্রতিনিধিত্ব করেন। তিনি নিউ দিল্লী থেকে সেন্ট কলম্বাস স্কুলে পড়াশুনা শেষ করে লন্ডন ইউনির্ভাসিটি এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন।
কনরাড সাংমা কর্ম জীবন
পড়াশুনা শেষ করে তিনি নব্বই দশকের শেষ দিকে নিজের পিতা পি.এ সাংমার জাতীয়তাবাদী কংগ্রেস পাটির প্রচার অভিযানে জড়িয়ে পড়েন। ২০০৮ খ্রিস্টাব্দে রাজ্যসভার নির্বাচনের প্রার্থী তাঁর বড় ভাই জেমস সাংমাসহ ন্যাশানালিষ্ট পার্টির সদস্য নির্বাচিত হন এবং পরে রাষ্ট্রীয় মন্ত্রীসভায় অর্থ, বিদুৎ, পর্য়টন, জিএডি এবং আইটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রনালয় পরিচালনা করেন।
যে কথা বললে নতুন করে আর পরিচয় করিয়ে দেবার প্রয়োজন পড়ে না; জনাব কনরাড সাংমা সাবেক মেঘালয়ের প্রাক্তন মন্ত্রী এবং লোকসভার স্পিকার, পিএ সাংমার ছেলে এবং তাঁর বোন আগাথা সাংমা ১৫তম লোকসভার সদস্য এবং মেঘালয়ের আইন পরিষদের বিরোধীদলীয় প্রধান হুইপ সাবেক মন্ত্রী জেমস সাংমাÕর ভাই। পেশায় সমাজ সেবক এবং একজন ব্যবসায়ী।
২০০৯-২০১৩ খ্রিস্টাব্দ পর্য়ন্ত তিনি মেঘালয় রাজ্যের বিরোধীদলীয় নেতা ছিলেন। তিনি বর্তমানে তুরা আসনের সাংসদ। তিনি তাঁর পিতার মৃত্যুর পর নির্বাচনে সে আসন থেকে জয়ী হন।
আরো পড়তে পারেন গারোদের কাছে সর্বাধিক পরিচিত একাধারে জাতীয় রাজনীতিবিদ এডভোকেট প্রমোদ মানকিন সম্পর্কে
Referance: https://en.wikipedia.org/wiki/Conrad_Sangma