রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
প্রচ্ছদগারো ব্লগসআগাথা কে. সাংমা, ভারত

আগাথা কে. সাংমা, ভারত

ভারতের সর্ব কনিষ্ঠমন্ত্রী আগাথা কে. সাংমা জন্ম ২৪ জুলাই ১৯৮০ খ্রিস্টাব্দে । তিনি ভারতের সংসদ সদস্য এবং ১৫তম লোকসভার সদস্য ছিলেন। ২০০৯ খ্রিস্টাব্দে জাতীয় সংসদ নির্বাচন করেন এবং এনসিপির মেঘালয় রাজ্যের তুরা আসনের প্রতিনিধিত্ব করেন।

তিনি পূণে বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন এবং পরে দিল্লি হাইকোর্টের বারে যোগদান করেন। এছাড়াও তিনি নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়, ব্রিটেন থেকে পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনায় মাস্টার্স শেষ করেন।

আগাথা কে. সাংমা কর্ম জীবন

২০০৮ খ্রিস্টাব্দের মেতে আগাথা সাংমা প্রথম ১৪তম লোকসভার সদস্য নির্বাচিত হবার পর তাঁর পিতা পি.এ সাংমা লোকসভার সাবেক স্পিকার তার নিজের অসনটি ছেড়ে দেন। পরে তিনি মেঘালয় রাজ্যের ১৫তম লোকসভার সদস্য হন মাত্র ২৯ বছর বয়সে এবং সর্বকণিষ্ঠ লোকসভার সদস্য।

তিনি সাবেক গ্রামীন উন্নয়ন বিষয়ক মন্ত্রী ছিলেন। ২০১২ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন। তিনি ব্যক্তিগতভাবে পেশাদার আইনজীবী, পরিবেশবাদী, পেশাদার ফটোগ্রাফার। তিনি প্রয়াত পিএ সাংমার মেয়ে, কনরেড সাংমা এবং জেমস সাংমার বোন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

সর্বশেষ মন্তব্য