সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

মুকুল সাংমা, ভারত

১৯৬৫ খ্রিস্টাব্দের ২০ এপ্রিল গারো নেতা জনাব মুকুল সাংমা দক্ষিন পশ্চিম গারো পাহাড়ের আমপাতি গ্রামের শিক্ষক পিতা বিনয় ভূষন এম মারাক এবং মাতা রসনা সাংমার কোলে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৮২ খ্রিস্টাব্দে আমপতি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে স্কুল শিক্ষা সম্পন্ন করেন এবং ১৯৮৪ খ্রিস্টাব্দে শিলং এর সেন্ট আন্থনি কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক লাভ করেন।

তিনি ১৯৯০ খ্রিস্টাব্দে ইম্ফাল আঞ্চলিক ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (আরআইএমএস) থেকে ঔষধে স্নাতকোত্তর লাভ করেন। অধ্যয়নকালে তিনি ছাত্র কাউন্সিলের গভর্নিং বডির বেশ কয়েকটি পদে অধিষ্ঠিত ছিলেন। এরপর চিকিৎসা পেশায় ১৯৯১ খ্রিস্টাব্দে তিনি জিকজাক (Zikzak) পাবলিক হেলথ সেন্টারে মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দেন।

মুকুল সাংমা কর্মজীবন

তিনি পেশাগতভাবে স্বাস্থ্যসেবা এবং রয়র্টাসের ছাত্র কাউন্সিলের গভর্নিং শাখার বেশ কয়েকটি পদে থাকাকালীন সময় জনসাধারণের নেতা হিসেবে পরিচিতি লাভ করেন এবং ১৯৯৩ খ্রিস্টাব্দে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন। নিরপেক্ষ প্রার্থী হিসেবে আমপাতিগিরি আসন থেকে মেঘালয় বিধানসভার সদস্য নির্বাচিত হন।

এরপর তিনি পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হন। ছাড়াও তিনি ১৯৯৮, ২০০৩ এবং ২০০৮ খ্রিস্টাব্দে আমপাতিগিরি আসনে মেঘালয় রাজ্যের বিধানসভার কংগ্রেসপ্রার্থী হিসেবে পুন:নির্বাচিত হন। সংসদ সাংগঠনিক সম্পাদক হিসেবে ১৯৯৬ ও ১৯৯৮ খ্রিস্টাব্দে দাযিত্ব পালন করেন।

২০০৩ খ্রিস্টাব্দে তিনি মূখ্যমন্ত্রী ডি.ডি. লাপাং এর নেতৃত্বে মেঘালয় সরকারের গৃহায়ন ও শিক্ষামন্ত্রী হন এবং ডি.ডি লাপং এর সময়কালে ১১ এপ্রিল ২০০৫ খ্রিস্টাব্দে তিনি মেঘালয়ের উপ মূখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তুরা আসন থেকে ২০০৪ সালে লোকসভা নির্বাচনে জনাব মুকুল সাংমা আইএনসির প্রার্থী হলেও এনসিপির প্রার্থী পি.এ সাংমার সঙ্গে প্রতিদন্দ্বিতা করে বিজয়ী হওয়া সহজ ছিলো না এবং ৭২ হাজার ভোটের ব্যবধানে তাঁকে পরাজিত করে জনাব পি.এ সাংমা। ১৩ মে ২০০৯ খ্রিস্টাব্দে তিনি আবার ভারতীয় জাতীয় কংগেসের নেতৃত্বাধীন মেঘালয় ইউনাইডেট আয়্যালেন্স (এমইউএ) সরকারের প্রধানমন্ত্রী ড. ডি লাপাং এর নেতৃত্বে উপ মূখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। ২০১০ খ্রিস্টাব্দে ১৯ এপ্রিল লাপাং পদত্যাগ করলে ; ২০ মে ২০১০ খ্রিস্টাব্দে জনাব মুকুল সাংমা মুখ্যমন্ত্রী হিসেবে ডি. লাপাং এর স্থালাভিষিক্ত হন। ৫ মার্চ ২০১৩ খ্রিস্টাব্দে তিনি আবার মেঘালয়ের ১১তম মুখ্যমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হন।

জনাব মুকুল সাংমা মেঘালয়ের ২০১৮ বিধানসভা নির্বাচনের অন্যতম প্রার্থী ছিলেন, তিনি দু’টি নির্বাচনী এলাকা থেকেই জিতেছিলেন ; যথা সংসাক ও আমপাঠি আসন থেকে।  বর্তমানে তিনি মেঘালয় বিধানসভায় বিরোধী দলের নেতা হিসাবে দায়িত্ব পালন করছেন।

জনাব মুকুল সাংমার ভারতীয় জাতীয় কংগ্রেস এবং রাজ্যে পার্টির একজন নেতা।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

সর্বশেষ মন্তব্য