রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
প্রচ্ছদগারো ব্লগসগারো লেখক মতেন্দ্র মানখিন

গারো লেখক মতেন্দ্র মানখিন

বরেণ্য কবি, প্রাবন্ধিক, গীতিকার মতেন্দ্র মানখিন এর জন্ম ৩রা জানুয়ারী ১৯৫২সালে ধোবাউড়া উপজেলা পাহাড়ঘেরা দিঘলবাগ গ্রামে। স্থায়ী নিবাস ছায়াকানন, নয়াপাড়া, ধোবাউড়া, ময়মনসিংহ জেলায়।

লেখালেখি শুরু ষাট দশকে এবং ছাত্র জীবন থেকে। এক কথায় নিভৃতচারী লেখক। কবি দারিদ্রতার কাছে হার মানতে শিখেননি। লেখার প্রতি গভীর অনুরাগ থেকেই সংস্কৃতি নামক তরী বেয়ে চলেছেন। স্বাধীনতাত্তোর বাংলাদেশে হাতে গোনা যে ক’জন গারো লেখীয়ে বাংলা কবিতাঙ্গনে সরব ছিলেন তিনি তাঁদের মধ্যে প্রথম এবং অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, গীতিকার এবং গবেষক।

গারো ভাষায় অসংখ্য কালজয়ী গান লিখেছেন। পাশাপাশি দেশাত্ববোধক, ধর্মীয় গান লিখেছে এবং গীতাবলী ও আচিক বিবাল গ্রন্থে মলাতবন্দী হয়েছে। ইতোমধ্যে তাঁর লেখা কিছু গান শ্রোতামুগ্ধ হয়েছেন। এক সময় বাংলাদেশ বেতারের সালগিত্তাল অনুষ্ঠানে নিয়মিত কথিকা পাঠ করতেন। পেশাগত এবং কর্মজীবন বলতে, দীর্ঘদিন তিনি মিশনারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক হিসেবে নিয়োজিত ছিলেন।

গারো সাহিত্যাঙ্গনে কিছু অগ্রজ কবির অবদান অনস্বীকার্য এবং তিনি তাঁদের মধ্যে অন্যতম প্রধান। বরেণ্য কবি  ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, ছড়া, গান, সাহিত্য ও সংস্কৃতির সব অঙ্গনে সমান ও অবাধ বিচরণ।

মতেন্দ্র মানখিন প্রকাশিত গ্রন্থসমূহ:

কাব্যগ্রন্থ- পাথর চাপা ফুল ২০০৮, কবি ও কবিতা কাহিনী ২০০৯, না প্রেম না বসতি ২০০৯, এইতো জীবন এইতো মাধুরী ২০১০, হৃদয় বৃত্তান্ত এক কষ্টের নদী ২০১৩। এছাড়াও তাঁর লেখা প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হয়েছে- গারো সমাজ ও সংস্কৃতি (দুয়াল গোত্র), বাংলা একাডেমী প্রকাশ, ২০১১ এবং গারোদের লোকায়িত জীবনধারা ২০১৮ এবং ধূর্তছায়া নষ্টকাল ২০১৯ থকবিরিম প্রকাশ।

এছাড়াও তাঁর সংকলিত কাব্যগ্রন্থ ২০০৫ সালে বাবুল ডি. নকরেক সম্পাদিত এগারোজন গারো কবির কবিতাগ্রন্থ « জোৎস্না নেই, পূণিমা নেই » এবং স্বাধীনতার চল্লিশ বছর উপলক্ষে এপর ওপার বাংলার চল্লিশজন কবির কাব্য সংকলন « খুঁজি ফিরি তোমাকেই » ২০১২ সালে

পুরস্কার ও সম্মাননা :

খ্রীষ্টান ছাত্র কল্যাণ সংঘ, ঢাকা-‘অনল সাহিত্য পুরষ্কার’-১৯৮১খ্রী., ভালুকাপাড়া মিশন খ্রীষ্ট-জন্ম-জয়ন্তী ২০০০ ‘পদক সন্মাননা’- ২০০০খ্রী., ভালুকাপাড়া মিশন ‘ক্যাটিখিষ্ট শিক্ষক দিবস সন্মাননা’-২০০২খ্রী. ‘লেখা সাহিক্য পুরষ্কার’-২০০৮খ্রী., গারো অঞ্চলে খ্রীষ্ট ধর্ম প্রচারের শতবর্ষ পূর্তি জয়ন্তী উৎসব রাণীখং, নেত্রকোনা থেকে ‘বিশেষ সাহিত্য সন্মাননা’- ২০১০খ্রী., ‘স্বতন্ত্র’ আয়োজিত ময়মনসিংহ কবি সমাবেশ’-‘শুভেচ্ছা স্মারক সন্মানা’-২০১০খ্রী., সুসং দুর্গাপুর সাহিত্য সমাজ, নেত্রকোনা, ‘সাহিত্য সন্মাননা’-২০১২খ্রী., ঢাকা ওয়ানগালা সাহিত্য সন্মাননা -২০১২খ্রী., কারিতাস (পারলাম) ময়মনসিংহ অঞ্চল, ধোবাউড়া, ‘মানবাধিকার দিবস সাহিত্য সন্মাননা’-২০১২খ্রী., গারো গবেষক, লেখক, কবি সন্মেলন-ময়মনসিংহ, সন্মাননা-২০১৩খ্রী.,  ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন  ‘সখিপুর টাঙ্গাইল সন্মাননা’-২০১৫ খ্রী., সমুজ্জ্বল সু-বাতাস ২৫ বছর পূর্তি উৎসব সন্মাননা বান্দরবান -২০১৬ খ্রী., ময়মনসিংহ শিল্পকলা একাডেমি সন্মাননা – ২০১৬ খ্রী., আদিবাসী পাক্ষিক পত্রিকা ‘বোরাং’ সন্মাননা’ – ২০১৮ খ্রী.।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বশেষ খবর

সর্বশেষ মন্তব্য